উপহার ও ছাড়ে জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

রাজধানীতে জমে উঠেছে ‘স্মার্টফোন এবং ট্যাব মেলা ২০১৯’। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে বড়দের পাশাপাশি ছোটদের ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গন। ছাড় ও উপহারে বিক্রিও হচ্ছে বেশ।

শুক্রবার (০৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। সকাল ১০টায় মেলা প্রদর্শনী উন্মুক্ত হওয়ার পর থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন বয়স ও পেশার দর্শনার্থীদের সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন এবং গ্যাজেট সম্পর্কে অভিজ্ঞতা নিতে দেখা যায় মেলায়।

মেলায় আসা বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের মেলায় তাদের বেশি আকর্ষণ আল্ট্রা জুম এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরার স্মার্টফোনের দিকে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান তার বাবার সঙ্গে এসেছেন ফোন কিনতে। আল্ট্রা জুম অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভালো হ্যান্ডসেট খুঁজছেন তিনি। বাংলানিউজকে বলেন, ঈদে কিছু টাকা জমিয়েছিলাম। তখনই প্ল্যান (পরিকল্পনা) ছিল এই মেলায় এসে স্মার্টফোন দেখবো। কারণ এখানে সর্বশেষ প্রযুক্তির ডিভাইস ডিসকাউন্টে পাওয়া যায়। আল্ট্রা জুম এবং ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার কয়েকটা হ্যান্ডসেট দেখেছি। দূর থেকে ছবি তোলার জন্য অথবা গ্রুপ ছবি তোলার জন্য দারুণ হতে পারে এসব সুবিধার ডিভাইস।

এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে স্যামসাং, হুয়াওয়ে, অপো, শাওমি, ভিভো, মটোরোলা, আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি, ডিটেল ছাড়াও সুরভী ইন্টারপ্রাইজ, মোবাইল আউটফিটারস, নগদ ও বিজয়সহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

মেলায় স্যামসাং নির্দিষ্ট মডেলের ফোনে ৫০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিচ্ছে অতিরিক্ত ৫ শতাংশ মূল্যছাড়। এছাড়াও, মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদে পেমেন্ট করলে মিলছে আরো ক্যাশব্যাক। হুয়াওয়ে স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, স্মার্ট ব্যান্ড ও মোবাইল অ্যাকসেসরিজ বিক্রি করছে। দিচ্ছে মূল্যছাড় ও উপহার। অপো মেলায় তাদের স্মার্টফোন ও মোবাইল অ্যাকসেরিজ নিয়ে হাজির হয়েছে। অপো দিচ্ছে লাখপতি অফার। ভিভো স্মার্টফোন নিয়ে অংশ নিচ্ছে এবারের মেলায়। নির্দিষ্ট মডেলে ছয় হাজার টাকা পর্যন্ত ছাড়সহ বেশ কিছু মডেলে দিচ্ছে ১০০ শতাংশ ক্যাশব্যাক। মটোরোলা তাদের সর্বশেষ মডেলের সব স্মার্টফোন এনেছে মেলাতে। আর ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়েছে।

স্মার্টফোন ও ট্যাব মেলার আহ্বায়ক এক্সপো মেকারের এজিএম সিরাজুল ইসলাম সার্থক বলেন, বরাবরই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় তিল ধারনের জায়গা হয় না। দিনের শুরু থেকেই বেচাবিক্রিও হয় অনেক। এবারো ছাড় উপহার দিচ্ছে সব ব্র্যান্ডগুলো। তাই বিক্রিও বেশি হবে অন্যবারের চেয়ে।

বৃহস্পতিবার বিকেলে ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৯’ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়াও, থাকছে অন্য অনেক আয়োজন।

এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং, হুয়াওয়ে ও অপো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ডিএক্স টেল ও ভিভো। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোলা। সাইবার সিকিউরিট পার্টনার হিসেরে রয়েছে ক্যাসপারস্কি এবং পার্টনার হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‌্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।

মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীর চিকিৎসায় দান করা হবে। এছাড়াও, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন বিনামূল্যে।

আপনি আরও পড়তে পারেন