চট্টগ্রাম বিমানবন্দরে ইয়াবাসহ দুবাইগামী যাত্রী আটক

ইয়াবা নিয়ে দুবাই যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিমান বন্দরে প্রবেশের পথে তল্লাশিকালে ওই যাত্রীর লাগেজে ইয়াবার সন্ধান পান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মীরা।

আটক যাত্রীর নাম আহসানুল সগীর। তার কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত বেবিচকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ( বিজি-৪১৪) করে দুবাই যাওয়ার কথা ছিলো আহসানুল সগীরের। এজন্য সকালে তিনি বিমানবন্দরে প্রবেশ করছিলেন। তল্লাশিকালে তার লাগেজের ভেতরে একটি কার্টনে আচারের প্যাকেটের ভেতরে ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ জানিয়েছেন, সগীরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন