নার্স ইনজেকশন পুশ করতেই মারা গেল তিন বছরের শিশু

তিন বছরের এক শিশুকে ভুল ইনজেকশন পুশ করায় মৃত্যুর অভিযোগ উঠেছে নার্সের বিরুদ্ধে।

শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঐ শিশুর নাম তিশা খাতুন। পুঠিয়া পৌর এলাকার পালোপাড়া গ্রামের মানিকের মেয়ে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সামান্য জ্বর নিয়ে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। এ সময় চিকিৎসকের নির্দেশনায় দায়িত্বরত একজন নার্স শিশুটিকে একটি ইনজেকশন পুশ করেন। কিন্তু ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যেই শিশুটির শরীরে প্রচণ্ড খিচুনি ওঠে। এক পর্যায়ে শিশুটি মারা যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের ওপর চড়াও হন। খবর পেয়ে তিনি নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছেন। এনিয়ে এখনও থানায় অভিযোগ দেয়নি শিশুটির পরিবার।

অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন