দোহারে নারিশা ও মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন ।। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।নতুন কমিটিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দোহার উপজেলা পরিষদ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন। দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার জানান,দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন দোহার উপজেলা আওয়ামীলীগ। গত বুধবার সন্ধ্যায় দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসমলাম বাবুল ও সাধারন- সম্পাদক আলী আহসান খোকন শিকদারের স¦াক্ষরিত প্যাডে নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩১ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। নারিশা ইউনিয়নের আহবায়ক নির্বাচিত হন মো.ফরিদ আহম্মেদ মোড়ল,যুগ্ন আহবায়ক হলেন মো.সেলিম তালুকদার,বখতিয়ার হোসেন লেবু খান,মো.মুক্তার হোসেন।সদস্যরা হলেন শহিদুল্লাহ তালুকদার সোহেল,মো.আইযুব খান,ডা.শাহজাহান,ফিরোজ খালাসী,সোহেল তালুকদার,মিজানুর রহমান মাঝি চুন্নু,সামছুল হক,খোকন,জুলহাস ফকির।আগামী সাত দিনেসর মধ্যে বাকি ১১ জনকে সদস্য করে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ। মুকসুদপুর ইউনিয়নের আহবায়ক নির্বাচিত হলেন এম.এ.হান্নান খান,যুগ্ন আহবায়ক হলেন মো.মিজানুর রহমান মিলন খান,মো.আব্দুর রহিম শেখ,হাজী আ.মোতালেব।সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা আ.মুন্নাফ,মো.নজরুল ইসলাম মোল্লা,মহিউদ্দিন বেপারী,আসলাম খান,হারুন বেপারী,তুতা মাল,দেলোয়ার বেপারী,ডা.মো.জুয়েল,শেখ সালাউদ্দিন সালাম,মো.আবুল হোসেন,মোকসেদুল আলম শিকদার,মো.অহিদুল ইসলাম মোল্লা,মো.রমজান মাঝি,রুপচান বিশ^াস,মো.দেলোয়ার বেপারী,আকন্দ মোহাম্মদ ছোরহাব হোসেন,এনামুল হক দুদু মিয়া,মো.জলিলুর রহমান। আগামী সাত দিনেসর মধ্যে বাকি ৭ জনকে সদস্য করে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নারিশা ও মুকসুদপুর ইউন্ধিসঢ়;য়নের আওয়ামীলীগের নেতাকর্মিরা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দোহার উপজেলা পরিষদ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।

আপনি আরও পড়তে পারেন