প্রতি ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হচ্ছে নয়জন

রাজধানীতে গেলো দশ দিনে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় নয়জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এখনো নগর কর্তৃপক্ষের টনক নড়েনি বলেই অভিযোগ রাজধানীবাসীর। যদিও স্বাস্থ্য অধিদপ্তর জোর দিয়েই বলছে, নিয়ন্ত্রণে আছে ডেঙ্গু পরিস্থিতি। 

এডিস ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রতিটি কোণায়। তাই তো প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েই চলছে ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৪৫ জন। এর মধ্যে এক হাজার ৪’শ ৭৪ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে আতঙ্কের বিষয় হলো, সবশেষ দশ দিনে এই হিসাব দুই হাজার ২’শ ৬৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ২২৬ জনের বেশি। আর প্রতি ঘণ্টায় নয়জন।

সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা কামাল রউফ বলেন, এই মুহুর্তে এখানে ৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগে ৪০-৫০ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এতো কিছুর পরেও সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। চলতি মাসেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যখন চার হাজার তখনও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের আশাবাদ শিগগিরই নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত পাঁচ জন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন