দেরি করে দেখা করায় শরীয়তপুরে চিকিৎসককে পেটালেন আ’লীগ সম্পাদক

দেখা করতে দেরি করায় শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার সুমন পোদ্দারকে মারধর করেছেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

রোববার (২১ জুলাই) বিকালে আ’লীগ নেতার বেদম পিটুনি খেয়ে আহত ডা. সুমন কুমার পোদ্দার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ডা. সুমন জানান, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভায় তিনি বক্তব্য রাখেন। ওই বক্তব্যের ব্যাখা জানতে চেয়ে অনল কুমার জেলা শহরের নিপুন ক্লিনিক সংলগ্ন একটি দোকানে ডা. সুমনকে ডেকে পাঠান। হাসপাতালে রোগী দেখার চাপ থাকায় সেখানে যেতে দেরি করায় আ’লীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে প্রচণ্ড মারধর করেন।

সেখানে যাওয়ার পর সুমন পোদ্দারের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভায় অভিযোগ করা নিয়ে কথা-কাটাকাটি হয়।

ডা. সুমন জানান, কথা-কাটাকাটির এক পর্যায়ে অনল কুমার দে একটি পানির গ্লাস ছুড়ে মারে এবং সুমনের গলা টিপে ধরেন। এ সময় অনল কুমার দের সঙ্গে থাকা ছাত্রলীগের সাবেক ২-৩ জন নেতা তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে মারতে মারতে দোকানের বাইরে রাস্তায় চলে আসার পর ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মারধরের বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা বিষয় নিয়ে ডা. সুমনের সঙ্গে কিছুটা তর্কবিতর্ক হয়েছে। আমার বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করছে।

আপনি আরও পড়তে পারেন