সাত কলেজ সমাধানে রাষ্ট্রপতির শরণাপন্ন ডাকসু

রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে রাষ্ট্রপতির শরণাপন্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (২২ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে এ কথা জানান ডাকসুর সদস্য রকিকুল ইসলাম ঐতিহ্য।

তিনি বলেন, অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত দুইদিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে তারা। এমন অবস্থায় বিষয়টি সমাধানে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার জন্য ইতোমধ্যে বঙ্গভবনকে জানানো হয়েছে। আজ-কালের মধ্যেই শিডিউল পেলে এ সাক্ষাৎ হতে পারে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে আজও অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকালে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

আপনি আরও পড়তে পারেন