পদ্মা সেতু বিরোধীরা গুজব ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে গুজব ছড়ানোর পর দেশে ছেলেধরা সন্দেহে নিরীহ কতগুলো প্রাণ ঝড়ে গেছে। যারা পদ্মা সেতুর বিরোধীতা করেছে, তারাই চারিদিকে গুজব ছড়ানোর কাছে লিপ্ত রয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নিজ দফতরে গুজব নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, গুজবের নামে যারা হত্যাকাণ্ড করেছে, তারা সবাই হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সে যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, ছেলেধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক, ন্যাক্কারজনক, আইন বহির্ভুত। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এধরনের গুজব যাতে ছড়াতে না পারে সেজন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে।

গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকেরই রাজনৈতিক পরিচয় জানা গেছে। তদন্তের জন্য তাদের পরিচয়ের বিষয়ে বিস্তারিত বলতে চাননি মন্ত্রী।

আপনি আরও পড়তে পারেন