স্বামীর পরকীয়ায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী আটক

মণিরামপুরে স্বামীর পরকীয়া মানতে না পেরে হীরামন (৩০) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতর পিতা বাদী হয়ে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মণিরামপুর থানায় মামলা করেছেন।

পুলিশ অভিযুক্ত স্বামী মনিরুল ইসলামকে আটক করেছে। মনিরুল উপজেলার মনোহরপুর গ্রামের নিছার আলীর ছেলে।

হীরামনের পিতা মশিয়ার রহমান জানান, ১৩ বছর আগে মনিরুল ইসলামের সাথে তার মেয়ের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১১ বছরের হাসিবুর রহমান ও আছিয়া খাতুন নামে দেড় বছরের দুই সন্তান রয়েছে। সম্প্রতি একই গ্রামের এক স্বামী পরিত্যক্ত নারীর সাথে মনিরুলের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় স্বামীর পরকীয়া বাধা হওয়ায় প্রায়ই হীরামনকে শারীরিক নির্যাতন করে আসছিল মনিরুল। মঙ্গলবার সকালে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল হিরামনকে মারপিট করে। এতে অভিমান করে হিরামন বিষপানে আত্মহত্যা করেছে।

মণিরামপুর থানার এসআই দেবাশীষ বিশ্বাস বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে হিরামনের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন