বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকিতে আসবে এশিয়া ও বিশ্ব একাদশ

২০২০ সালের মার্চে দুটি টি-২০ ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমন্ত্রন করে আনা হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশকে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষ্যে আগামী বছর আয়োজন করা হবে বিশেষ এই টি-২০ ম্যাচের।

বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকি ছুটির দিন হিসেবে পালিত হয়। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ২০২০ সালের মার্চে হবে তার শততম জন্মবার্ষিকি। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশা করছেন বিশেষ ওই আয়োজনে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নেবেন। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি সভাপতি বলেন, ‘যদি দলগুলোর আন্তর্জাতিক ম্যাচ থাকে তবে খেলোয়াড় পাওয়া নিয়ে অসুবিধা হতে পারে। তবে আমার জানা মতে, কেবল দুটি দেশের ওই সময় ম্যাচ থাকবে। তবে তাদের টি-২০ ম্যাচ থাকবে না। আমরা তাই টি-২০’র সেরা ক্রিকেটারদের পাবো আশা করছি।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের সেরা টি-২০ ক্রিকেটারদের পাবো বলে মনে করছি আমরা। এছাড়া ম্যাচ দুটি যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। সেজন্য অনেকেই খেলার ব্যাপারে আগ্রহী হবে এবং গুরুত্ব নিয়ে খেলবে।’ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ধারণার পর এ পর্যন্ত বিশ্ব একাদশ তিনটি টি-২০ ম্যাচ খেলেছে। গতবছরের ৩১ মার্চ বিশ্ব একাদশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে প্রথম টি-২০ ম্যাচ খেলে। প্রথমবারের মতো এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ টি-২০ খেলতে মুখোমুখি হবে।

আপনি আরও পড়তে পারেন