চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৭

ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাতজন।রোববার (২৮ জুলাই) সকাল পর্যন্ত এরা হাসপাতালে ভর্তি হন।

সিভিল সার্জন জাহিদ নজরুল ইসলাম রোববার জানান, সাতজনের মধ্যে ছয়জন নিশ্চিত ভাবেই ডেঙ্গু আক্রান্ত । বাকী একজনকে পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে লক্ষণ দেখে তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সার্বক্ষণিক মশারির মধ্যে রাখা হয়েছে। তবে ইতিমধ্যে এদের দু’জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আক্রান্তরা হলেন- সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০), ইসলামপুর উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ আলী (২৫), সুন্দরপুর এলাকার জোবদুল হকের ছেলে বাবু, সতেররশিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে শাহীন (১৭), শহরের বালুবাগান মহল্লার কামরুজ্জামানের ছেলে শাহীন আলী (২১) ও উপরাজারামপুর মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রনি।

আপনি আরও পড়তে পারেন