১২৭ জন নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জনবল নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৬টি পদে ১২৭ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ

নিরাপত্তা উপপরিদর্শক, সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চতর করণিক, অফিস করণিক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরসহ ১৬ ধরনের পদে নিয়োগ দেয়া হবে। এসব পদের জন্য পৃথক পৃথক যোগ্যতা চাওয়া হয়েছে। নারী-পুরুষ সব বাংলাদেশি আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন: আগ্রহীরা www.mopa.gov.bd অথবা www.dcd.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০১৯

আপনি আরও পড়তে পারেন