বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি, জাল দিয়ে হাত-পা বেধে ২ জেলেকে সাগরে নিক্ষেপ

 আবু হানিফ বাগেরহাট অফিসঃ

বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে রবিবার ভোর রাতে জলদস্যু ‘আতুর বাহিনী’র সদস্যরা এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে ৫ লাখ টাকার মাছসহ জাল লুটে নিয়ে ২ জেলেকে জাল দিয়ে হাত-পা বেধে সাগরে নিক্ষেপ করেছে। ডাকাতি শেষে জলদস্যুরা ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। বিকল করে দেয়া ট্রলারটিতে থাকা অন্য ১০ জেলে ভাসতে-ভাসতে রবিবার বিকালে বঙ্গবন্ধু আইল্যান্ডের চরে পৌছে ট্রলার মালিক ও মৎস্যজীবী নেতাদের মোবাইল ফোনে বিষয়টি জানায়। জাল দিয়ে বেধে সাগরে নিক্ষেপ কারা নিখোঁজ ২ জেলে হচ্ছেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রিয়াজ ও বরগুনার পথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আ. মান্নন। বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পদক দুলাল মাষ্টার মোবাইল ফোনে জানান, রবিবার ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের আউটার চ্যানেলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে মাছ আহরন কালে জলদস্যু আতুর বাহিনী’র সদস্যরা বাগেরহাটের মোরেলগঞ্জের এফবি খাজা আজমীর নামে একটি ফিশিং ট্রলারে হানা দেয়। এসময়ে জলদস্যুরা ট্রলারের ৫ লাখ টাকার মাছসহ জাল লুট করে। এসময়ে জলদস্যুরা ট্রলারে থাকা ১২জন জেলেকে মারপিট করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রিয়াজ ও বরগুনার পথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আ. মান্নন নামে দুই জেলেকে জাল দিয়ে হাত-পা বেধে সাগরে ফেলে দেয়। চলে যাবার সময় জলদস্যুরা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। পরে বিকল ট্রলারটিতে থাকা ১০ জেলে ভাসতে-ভাসতে রবিবার বিকালে বঙ্গবন্ধু আইল্যান্ডের চরে পৌছে তাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। এফবি খাজা আজমীর নামে ফিশিং ট্রলারের মালিক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের অলিয়ার রহমান। এই ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতা আরও জানান, ফিশিং ট্রলাওে ডাকাতি ও ২ জেলেকে জাল দিয়ে হাত-পা বেধে সাগরে নিক্ষেপের বিষয়টি তিনি সুন্দরবন বিভাগ ও মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরকে অবহিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন