খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ।

চাঁদপুর সদর উপজলো রাজরাজশ্বের ইউনয়িন ওমর আলী উচ্চ বিদ্যালয় বার বার নদী ভাঙ্গনরে ফলে খোলা আকাশরে নিচে ক্লাস নিচ্ছে শিক্ষকরা ।প্রতি বছর ভরা বষা মৌসুমে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে রাজরাজশ্বের ইউনয়িন। সাধারন মানুষ তাদরে জমি জমা হারয়িে কষ্ট জীবন কাঁটাচ্ছে , ভবনটি নদী গভে বিলীন হয়ে যাত্তয়ার ফলে কখন ক্লাস নিতে হচ্ছে খোলা আকাশরে নিচে ,বৃষ্টি আসলে ভিজে ক্লাস করতে হয় ছাএ-ছাএীদের ।তাই সরকাররে কাছে এলাকাবাসীর প্রানরে দাবি ভাসমান একটি বিদ্যালয় যেনো করে দেওয়া , বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বার বার নদী ভাঙ্গনে ফলে অনেক ছাএ-ছাএী তাদের পড়াশোনা ব্ন্ধ করে দিয়েছে , ।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন