ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার

আবারও ঢাকা রেঞ্জে সেরা পুলিশ অফিসার নির্বাচিত হলেন নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার (পিপিএম, বার)। সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা রেঞ্জ এর সম্মেলন কক্ষে ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে ২০১৯ সালের জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হন নরসিংদী ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার (পিপিএম, বার)। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।

আইন শৃংখলা, সন্ত্রাস, অস্ত্র ও মাদক উদ্ধার ও শ্রেষ্ঠ মামলা তদন্তকারী হিসেবে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য সেরা পুলিশ অফিসার নির্বাচিত হন তিনি।

প্রসঙ্গত, এর আগে আব্দুল গাফফার ২ বার প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম পদক পেয়েছেন। ২০১৩ সালের জানুয়ারী থেকে নরসিংদী জেলায় কর্ত্যব্যরত রয়েছেন। তিনি প্রায় ৩ বছর যাবত জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করছেন। নরসিংদীতে একজন আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল গাফফার। সন্ত্রাস ও মাদক নির্মূলে তার বিশেষ ভূমিকা নরসিংদীতে ব্যপক আলোড়ন সৃষ্টি করেন।

আপনি আরও পড়তে পারেন