জগন্নাথপুরে সড়ক ও বাজার উন্নয়নে সাড়ে তিন কোটি টাকার প্রকল্পের উদ্বোধন 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কেউনবাড়ি-লামাটুকের বাজার  সড়কের পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর ও আটঘর থেকে গড়গড়ি  সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন এবং  কেউনবাড়ি বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী ।
৩১ শে আগষ্ট রোজ শনিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি-লামাটুকের বাজার  সড়কের পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর ও আটঘর থেকে গড়গড়ি  সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন এবং  কেউনবাড়ি বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব  এম এ মান্নান । এই দুটি সড়ক ও একটি বাজারের উন্নয়ন কাজে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায় হবে বলে জানাগেছে।
এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ  মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ মোঃ  সিদ্দিক আহমদ, উপেজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মাহফুজুল আলম মাসুম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপেজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ  আকমল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ  রেজাউল করিম রিজু রিজু মিয়া , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ  বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক মোঃ  আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর মোঃ  আবাব মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ  গোলাম সারোয়ার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ  আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর  রহমান, উপজেলা স্বেচ্ছাসোবক লীগ নেতা লিটন আহমদ, লিতু খান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা  জামাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্র জানায়, কেউনবাড়ি-টুকেরবাজার সংযোগ সড়কের তিন কিলোমিটার পর্যন্ত পাকাকরণের জন্য স্থানীয় সরকারের ২ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছেন হুমায়ারা এন্টার প্রাইজ ও বেলাল এন্টার প্রাইজ। আটঘর থেকে গড়গড়ির ৫০০ মিটার পর্যন্ত ৩৭ লাখ টাকা ব্যয়ে সড়কের পাকাকরণের কাজ শেষ হয়েছে। এছাড়াও কেউনবাড়ি বাজারে ৩৯ লাখ টাকা ব্যয়ে সবজি ও মাছবাজার টিনশেড ঘর নির্মাণ এবং বাজারের গলি পাকাকরণের  কাজ শুরু হবে।

আপনি আরও পড়তে পারেন