টেস্ট মিশনে চট্টগ্রামে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টাইগাররা। ৫ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।

ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প শেষে শুক্রবার ও শনিবার নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ব্যাটসম্যানরা খুব বেশি ভালো করতে পারেননি। তবে আশা দেখিয়েছেন পেসাররা। চট্টগ্রামে ৩ দিন অনুশীলনের সুযোগ পাবে সাকিব আল হাসানের দল।

চট্টগ্রামে যাওয়ার আগে পেসার ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি শুনিয়ে গেছেন ২০ উইকেট নেওয়ার প্রত্যয়। ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন বলেছেন সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি তিনি।

বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের মোসাদ্দেক বলেন, ওরা আমাদের সাথে এই প্রথম। আমরা এর আগে ওদের সঙ্গে টি-টোয়েন্টি, ওয়ানডে খেলেছি। টেস্ট ক্রিকেটে ওদের সাথে হয়তো আমাদের খেলা হয়নি। তবে আমি আশা করছি ভালো একটা ম্যাচ হবে।

আপনি আরও পড়তে পারেন