আধা সরকারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ সরকারকে ফেরত দিতে হবে

আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রেখে নতুন আইন হচ্ছে। আইনটি পাস হলে সশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের পরিচালনা ব্যয় মিটিয়ে বেঁচে যাওয়া অর্থ সরকারকে ফেরত দিতে হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন, ২০১৯-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে ৬৮টি প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করেছে সরকার। এদের উদ্বৃত্ত টাকার পরিমাণ দুই লাখ ১২ হাজার ১০০ কোটি টাকা, যা এসব প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রেখেছে। নতুন আইন পাস হলে এসব প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় মিটিয়ে যে বাড়তি টাকা থাকবে, সেই টাকার ২৫ শতাংশ রেখে বাকি টাকা সরকারি তহবিলে জমা দিয়ে দিতে হবে।

আপনি আরও পড়তে পারেন