দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী

নিজেদের ব্যবসায়িক স্বার্থে বিদেশে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা সৌজন্য সাক্ষাতে এসব বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার ব্যবসাবান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশে বাংলাদেশি পণ্যের নতুন বাজার খোঁজার তাগিদও দেন তিনি।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এগিয়ে নিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, সব দিক থেকে। আর আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।

আপনি আরও পড়তে পারেন