আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

সুচিত্রা রায়, আশুলিয়া প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল আশুলিয়ায় সারমিন আক্তার (১৯) নামের ছয়মাসের অন্তঃসত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কাঠগড়া এলাকার সুজন দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে । পুলিশ সূত্রে জানা যায়, সারমিন আক্তার গত চারদিন আগে তাঁর স্বামী পোশাক শ্রমিক রফিকুল ইসলামের কাছে আসে। আসার পরথেকেই স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি এবং পারিবারিক কলহ চলছিল । তারই জের ধরে রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁসনিয়ে আত্মহত্যা করেছে এই গৃহবধূ । সারমিন আক্তার বরিশাল জেলার বানারী পাড়া থানার খেজুরবাড়ি গ্রামের রুহুল আমীনের মেয়ে।এব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, খবর পেয়ে খটনা স্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সারোয়ারদী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন