২০২২ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

 

 

উন্মোচিত হলো ২০২২ কাতার বিশ্বকাপের অফিসিয়াল লোগো। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে একযোগে এ লোগো প্রকাশ করা হয়। যাতে প্রতীকায়িত করা হয়েছে দেশটির শীতকালীন ঐতিহ্যবাহী চাদর। এমন আয়োজন দেখতে পেরে রোমাঞ্চিত স্থানীয় ও পর্যটকেরা।

উলটো গণনা চলছে। আর উৎসুক দর্শকের পলকহীন চোখ সেঁটে আছে জায়ান্ট স্ক্রিনে। গণনা শূন্যে পৌঁছে যেতেই ভেসে উঠলো প্রত্যাশিত সেই স্মারক। ২০২২ কাতার বিশ্বকাপের অফিসিয়াল লোগো। সংখ্যার সাথে মিল রেখে ২৪ ঘন্টার ঘড়িতে স্থানীয় সময় ঠিক রাত ২০টা বেজে ২২ মিনিট।

দেখতে এক টুকরো কাপড়ের মতো। আদোতেও শীতকালে কাতারের মানুষের গলায় জড়ানোর উলের চাদরের আদলে ডিজাইন করা হয়েছে এটি। লোগোটায় তো ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি আছেই, সাথে ইংরেজি অংক আট প্রকাশ করছে আয়োজকদের আটটি ভেন্যুকে।

দোহা টাওয়ার-শওক ওয়াকিফ-আল জুবারাহসহ গুরুত্বপূর্ণ ভবন ও রাস্তার মোড়ে বড় পর্দায় চলছে লোগো প্রদর্শনী। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, রাশিয়ার মস্কো, স্পেনের সান্তিয়াগোতেও প্রদর্শনীর ব্যবস্থা করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। আর কোনো আরব দেশ কখনও এই মেগা ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে কিনা তা নিয়েও আছে সংশয়। তাইতো এর সাথে সংশ্লিষ্ট প্রতিটা ইভেন্টকেই উদযাপন করতে চায় স্থানীয় আর পার্শ্ববর্তী দেশের পর্যটকরা।

সাধারণ দর্শকরা জানান, আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম, যখন কাতার আয়োজক হিসেবে নির্বাচিত হলো। এখন অফিসিয়াল লোগো উন্মোচনের মধ্যে দিয়ে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এটা পুরো আরব বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন।

অন্য আরেকজন জানান,  আমি এখানে শুধু এই লোগো উন্মোচন দেখতেই এসেছি। এটা দারুণ একটা ব্যাপার। জানিনা এমন সুযোগ আবার কবে আসবে মধ্যপ্রাচ্যে। এখন থেকেই মুখিয়ে আছি বিশ্বকাপের উদ্বোধনি অনুষ্ঠান আর ম্যাচ দেখার জন্য।

২০২২ সালের ২১ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। দিনপঞ্জিকায় এখনও অনেক পাতা উলটানো বাকি। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’এর ব্যাপারটাই আলাদা। আর আয়োজক দেশের জন্য প্রতিটা ইভেন্টইতো একেকটা এভারেস্ট জয়ের আনন্দ।

আপনি আরও পড়তে পারেন