‌‘বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি’

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি। কিছুদিনের মধ্যে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ রাঙ্গুনিয়া উপজেলা সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সব সূচকে বাংলাদেশ আজ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বরে। সবাইকে সম্মিলিতভাবে উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু উন্নয়নের মাধ্যমেই উন্নত জাতি গঠন হয় না। উন্নত জাতি গঠন ভিন্ন কাজ। বস্তুগত উন্নয়নেই শুধু উন্নয়ন হয় না। এর জন্য আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেই কাজটি সবাইকে করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।

আপনি আরও পড়তে পারেন