পেঁয়াজের সমস্যাটা আরও এক মাস থাকবে: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের সংকট কাটতে আরও এক মাস লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, আমি আশাবাদী এক সপ্তাহের মধ্যে মিশরের পেঁয়াজ যদি আসে তাহলে হয়তো আমরা ৮০ টাকার মধ্যে পাবো। মিশরের পেঁয়াজ ঢুকলে দাম কমে আসবে।

তবে কষ্টটা বোধ হয় আমাদের আরও একটা মাস করতে হবে। কারণ আমাদের নিজেদের নেই। এবার আমাদের শিক্ষা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে নগরের আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের (বিআইটিএফ) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মজুদকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সমস্যাটা হচ্ছে হঠাৎ করে চাপ দিলে তারা বিগড়ে গেলে মানুষের কষ্ট আরও বাড়বে। এদিকে চাপের কারণে কিছু পেঁয়াজ পচেও গেছে। আমরা বাজারটা মনিটরিং করতে যাই। কিন্তু কাউকে জেলখানায় নিয়ে ভরবো সেই রকম মানসিকতা নেই।

চট্টগ্রামে টিসিবির কার্যক্রম না থাকা প্রসঙ্গে মন্ত্রীর বলেন, ঢাকায় ফিরে কালকেই এ ব্যাপারে কথা বলবো। যদি সম্ভব হয়, ১০টি পয়েন্টে পেঁয়াজ বিক্রির কথা বলবো। এটাই আমার কথা।

পেঁয়াজে ভারতনির্ভরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাল আমাদের উদ্বৃত্ত। আলু আমাদের ৩০ লাখ টন উদ্বৃত্ত। আমরা ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই তা না, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমাদের সব চেষ্টা হলো আগামীতে যেন নিজেরাই এসব জিনিস উৎপাদন করতে পারি।

ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের সেই পথ দেখাবে। মেট্রোপলিটন চেম্বার আছে, আরও চেম্বার আছে সবাই আমাদের পথ দেখাবে। তারা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। আপনাদের সেই দায়িত্ব নিতে হবে।’

সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরীসহ অনেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করে।

 

 

 

 

 

 

 

https://www.youtube.com/watch?v=wEZ7ZQcwDSQ

আপনি আরও পড়তে পারেন