নবাবগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ৪২জন পিএসসি পরিক্ষার্থীকে স্কেল, ব্যাগ দিয়ে বিদায় জানানো হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। একই অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত মডেল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বিকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন। উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী- আব্দুল মান্নান, আব্দুস সামাদ, জুলহাস সারেং, রুনা আক্তার, লাকী আক্তার, কহিনুর বেগম, প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, শিক্ষক সিরাজুল ইসলাম, সুমি আক্তার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন