নওগাঁর র‌্যাবের অভিযানে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী আটক।

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পতœীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা সহ অলোক কুমার সাহা (৩৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে হাতে-নাতে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি চৌকস দল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দিবর দিঘীর পূর্বপার্শ্ব হতে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ এর এএসপি এম এম মুহাইমিনুর রশিদ (পিপিএম ) জানান, অলোক কুমার বিপুলাকার মাদকদ্রব্য বহন করে পতœীতলা উপজেলাধীন দিবর গ্রামে বিক্রয় করতে আসবে মর্মে গোপন একটি সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় । আটককৃত অলোক কুমার সাহা পতœীতলা উপজেলার পুঁইয়া গ্রামের অরুণ চন্দ্র সাহার পুত্র বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন