মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। সমসাময়িক ইস্যু ছাড়াও দলের নেতা সাদেক হোসেন খোকার মরদেহ ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে নিউইয়র্ক থেকে ঢাকায় আনার বিষয়ে বিএনপির এ প্রতিনিধি দলটি বৈঠকে কথা বলবেন বলে জানা গেছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নিয়েছেন।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন