৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার কোটি টাকা

epsoon tv

তিন মাসের ব্যবধানে আবারও খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ বেড়েছে খেলাপি অর্থ।

এতে মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১২ শতাংশ। গত জুন শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের করা তৈরি হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপর এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট ঋণ অবলোপন করা হয়েছে ৪০ হাজার ৪২৬ কোটি টাকা। এর সঙ্গে সাড়ে ৬ বছরের ১ লাখ ২৮ হাজার ৫০০ কোটি ও ঋণ পুনর্গঠনের ১৫ হাজার কোটি টাকা যোগ করলে মন্দ ঋণের মোট পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৯৬ হাজার ৪১৯ কোটি টাকা।

আপনি আরও পড়তে পারেন