সালমাদের কাছে পাত্তাই পেল না নেপাল

নুন্যতম লড়াইও করতে পারেনি নেপাল। তাতে স্বাগতিকদের চূর্ণ করে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার (৪ ডিসেম্বর) টি২০ ফরম্যাটের লড়াইয়ে নেপালকে ১০ উইকেটে হারাল সালমারা। এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। তার আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল তারা।

এ দিন নেপালের পোখারায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জাহানারা-রাবেয়াদের বোলিং তোপে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় নেপাল। তিন ব্যাটসম্যান ছাড়া তাদের কেউই দুই অঙ্কের ঘরটা স্পর্শ করতে পারেননি। শূন্য রানেই আউট হন পাঁচজন।

বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়ান অভিষিক্ত রাবেয়া খান। জাতীয় দলে নাম লিখিয়েই বাজিমাত করেন। একাই তুলে নেন নেপালের ৪ উইকেট।

জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। দলের পক্ষে দুই ওপেনার আয়েশা রহমান ২২ বলে ২৬ আর মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার উঠে রাবেয়ার হাতে।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন