লিটনদের প্লাটুন-পরীক্ষা

দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। সেক্ষেত্রে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। এরইমধ্যে নিজেদের সব প্রস্তুতিও সেরে নিয়েছে। অপেক্ষা এখন ব্যাট-বলের লড়াই দেখার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাজশাহী রয়্যালস কোচ আন্দ্রে রাসেল বলেছেন শিরোপা জয়ের কথা। বিপরীতে ঢাকা প্লাটুন দলনেতা মাশরাফি বিন মুর্তজা তেমন সুরে কথা না বললেও একই স্বপ্ন বুনছেন।

যদিও এবারের বিপিএলটা ম্যাশের জন্য ভিন্ন চ্যালেঞ্জ। দল পাওয়া নিয়ে যে বিড়ম্বনা তৈরি হয়েছিল সেটা খোদ মাশারাফিকেও হতাশ করে। তাইতো এবার আগেভাগে নেমে পড়েন বিপিএল অনুশীলনে।

ওজন কমিয়ে নতুন করে শুরুর চেষ্টা মাশরাফির। সেই সাথে নিজ দলকে নিয়ে যেতে চান অনেকদূর। অবশ্য ঢাকা প্লাটুন যেমন দল গড়েছে তাতে মাশরাফির চাওয়া পূরণ হওয়া অস্বাভাবিকও নয়। তাদের আছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টি২০ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি। এছাড়া লংকান অলরাউন্ডার থিসারা পেরারাও খেলবেন ঢাকার হয়ে।

সেক্ষেত্রে আজকের ম্যাচে রাজশাহীকে পরীক্ষায়ই দিতে হবে। তবে আন্দ্রে রাসেলের নেতৃত্বে গড়া রাজশাহীও কম নয়। দেশি-বিদেশি তারকাদের নিয়ে দারুণ দল গড়েছে তারা। পেস আক্রমণে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, বাংলাদেশি পেসার আবু জায়েদ রনি ও ফরহাদ রেজারা। পাশাপাশি ব্যাটিং লাইনও বেশ লম্বা। মারকুটে ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক ছাড়াও আছেন রবি বোপারার মতো অলরাউন্ডার।

ঢাকা প্লাটুন স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক:), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান, জাকের আলী, শহীদ আফিদি, লুইস রিস, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও আসিফ আলী।

রাজশাহী রয়্যালস স্কোয়াড: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন