সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ,কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা

সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ,কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতিকে ‘গণহত্যা হত্যা দিবস উল্লেখ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ।
আজ ৩০ শে ডিসেম্বর রোজ  সোমবার  সকাল থেকে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশনে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তবে গ্রেপ্তার আতঙ্কে কার্যালয় প্রাঙ্গনে শেষে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাড.শেরেনুর আলী,মোঃ রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, এডভোকেট আব্দুল হক,আবুল কালাম,এড. জিয়াউর রহমান শাহিন,এড মোঃ আমিরুল ইসলাম,বিএনপি নেতা কালারচান,মোঃ কামরুল হাসান রাজু,তোফাজ্জল হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত বছর আগের রাত থেকে কি ভাবে জণগণের অধিকারকে লুনটন করে আজকে অবৈধ ভাবে এই সরকার ক্ষমতায় আছে। সবাই এক্যবদ্ধ থাকতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আপনি আরও পড়তে পারেন