প্রাথমিকে ৩৪১ বিদ্যালয়ের সবাই ফেল

প্রাথমিকে ৩৪১ বিদ্যালয়ের সবাই ফেল

 

প্রাথমিক পিইসি ও ইইসি এবং নিম্ন মাধ্যমিক জেএসসি ও জেডিসি পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার।

এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস স্কুলের সংখ্যা ৬৭ হাজার ৮৯৩টি। অন্যদিকে একজনও পাস করেনি এমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৪১টি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ, ইবতেদায়ী সমাপনীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
সারা দেশে এবার ১ লাখ ১৪ হাজার ৭৩০টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় (ইইসি) অংশ নেয়।

আপনি আরও পড়তে পারেন