ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের পিস্তলেই পুলিশের আত্মহত্যা

ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর রাজধানীতে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর ১৪ নম্বরে এ ঘটনা ঘটে।

আত্মঘাতী আবদুল কুদ্দুস মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন এবং তার পদবি ছিল নায়েক। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন।

 

 

আপনি আরও পড়তে পারেন