ফের বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক আনিসুজ্জামান

আবারও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার।চতুর্থবারের মতো তাকে এ নিয়োগ দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (২৭ জানুয়ারি) আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আনিসুজ্জামান।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত,আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। অধ্যাপক আনিসুজ্জামান দেশে-বিদেশে এর আগেও বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন। এর মধ্যে আছে: বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট ইত্যাদি।

অধ্যাপক আনিসুজ্জামানের গবেষণা, মৌলিক প্রবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদিত বহু গ্রন্থ রয়েছে।

আপনি আরও পড়তে পারেন