যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ ও এক নারী যাত্রী মারা যান। আহত হন অপর এক যাত্রী। এ সময় থানা, চিরিঙ্গা হাইওয়ে ও হারবাং ফাঁড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে উদ্ধার তৎপরতা চালান। এতে গাড়ির ভেতর থেকে একে একে চারজনের লাশ বের করা হয়।

ওসি হাবিবুর রহমান আরও বলেন, এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই বাসে ৪০ জনের বেশি পর্যটক-যাত্রী থাকলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় পতিত বাসটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় রাত ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল সচল হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান জানান, হতাহতদের দ্রুত উদ্ধার তৎরপতায় ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় তারা আহত একজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আপনি আরও পড়তে পারেন