আবারও চাপে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ১৫৬ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৪২ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি।

শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের যুবাদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে যায় ভারতীয় যুবারা। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলাম মিলে প্রথম ৬ ওভারে খরচ করেছেন মাত্র ৮ রান। এরপর ৭ম ওভারে এসেই মেডেন ওভারের পাশাপাশি ১ উইকেট তুলে নেন অভিষেক।

৯ রানে প্রথম উইকেট পড়ার পর বাংলাদেশের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন ভারতের দুই ব্যাটসম্যান যশস্বি জাসওয়াল এবং তিলক বার্মা। ৯৬ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তারা দু’জন।

অবশেষে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে অসাধারণ এক ক্যাচ ধরলেন শরিফুল ইসলাম। সেই ক্যাচেই ফিরে গেলেন ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামা তিলক বার্মা। ৬৫ বলে ৩৮ রান করে ফিরে যান তিলক বার্মা।

তৃতীয় উইকেটে ক্রিজে আসা প্রিয়েম গ্রেগকে থিথু হওয়ার আগেই তুলে নিলেন মাত্র ৭ রানে। তিলক ভার্মার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই গ্রেগকে হারিয়ে নতুন করে চাপে পড়েছে ভারত।

তবে এক পাশা আগলে লড়াই করে যান ওপেনার জয়শওয়াল। আর মাত্র ১২ রান দরকার ছিল তার। দলকে চরম চাপের ভেতর থেকে বের করে আনলেও লড়াইয়ের পুঁজি এনে দেয়ার আগেই বিদায় নিতে হলো তাকে। ৮৮ রানে সাকিবের তালুবন্দী করিয়ে তাকে ফেরান শরিফুল।

এরপর ক্রিজে এসে শিদ্ধেস ভীরকে দাড়াতেই দেননি শরিফুল। ০ রানে তাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। টানা দুই উইকেট হারিয়ে নতুন করে চাপে পড়েছে ভারত।

চলতি আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে স্বপ্নের ফাইনালে ওঠে আকবর আলীর দল। প্রথমবারের মতো আইসিসি’র কোনো ইভেন্টে এবং বিশ্বকাপের মতো কোনো আসরে ফাইনাল খেলছে বাংলাদেশ। তাই প্রত্যাশার পারদটা একটু ওপরেই থাকবে। সেই লক্ষ্যে শুরুটা ভালোই করেছে যুবারা।

বাংলাদেশ

পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

ভারত

যাশাসবি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।

আপনি আরও পড়তে পারেন