দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার দুলাল নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে দুলাল নামে এক বাংলাদেশী ব্যবসায়ী নিজ দোকানে খুন হয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ীর মালেক সর্দারের ছেলে দুলাল ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটে মাটি বিক্রি করে সোনার হরিণ ধরার আশায় আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়। বুধবার রাতে আফ্রিকার অজ্ঞাতনামা ২/৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাঁধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুললের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দাগনভূইয়ায় দুলালের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। উপস্থিত এলাকাবাসীও চোখের পানি ধরে রাখতে পারেনি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার জানান, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশী ব্যবসায়ী খুন হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

আপনি আরও পড়তে পারেন