বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

বগুড়ার শেরপুরের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে।

শিশু শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে এই নির্বাচনে ৭টি পদের জন্য শিক্ষার্থী প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করে। স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এছাড়া প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই স্কুলের শিক্ষার্থীরাই। এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায়, পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।

খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন সহকারি শিক্ষক সাইদুর রহমান সাঈদ, লাভলী ইয়াসমিন, মাহফুজা খাতুন, জয়গুনন্নেছা, মাসুদ রানা, গেপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কল্পনা রানী দাস, সহকারি শিক্ষক আসমা খাতুন, জিয়াউল ইসলাম, শাহরিয়ার খান রিয়াজ।

স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম, সুজন মিয়া, সামছুন্নাহার জানান, এভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা গনতান্ত্রিক হিসেবে বেড়ে উঠবে পাশাপাশি নেতৃত্ব তৈরী হবে।

আপনি আরও পড়তে পারেন