সনদপত্র জাল করে শিক্ষকতা, তিন শিক্ষক আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাল সনদপত্র দিয়ে চাকরির অভিযোগে যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও থানা পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনকে আটক করে।

জানা যায়, মাদরাসার সাবেক দপ্তরী তোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদরাসার সুপার মাওলানা মুখলেছুর রহমানসহ সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনের বিরুদ্ধে জাল সনদ ও জাল নিবন্ধনে যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসায় চাকরি করার অভিযোগ এনে ময়মনসিংহ জেলা জজ আদালতে গত ১১ এপ্রিল, ২০১৮ তারিখে একটি দরখাস্ত করেন।

আদালত ওই দরখাস্ত আমলে নিয়ে গত ২৯ এপ্রিল, ২০১৮ তারিখে দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। দুদক, ময়মনসিংহ জেলা কার্যালয় গত ১৭ ডিসেম্বর, ২০১৯ তারিখে তদন্ত প্রতিবেদন আদালত বরাবর দাখিল করে। দুদকের প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ১৫ জানুয়ারি যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার ৪ জন শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গফরগাঁও থানার এসআই নাজিম উদ্দিন অভিযান চালিয়ে তিন শিক্ষক রফিকুল ইসলাম, বদরুল আলম, আকরাম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার পূর্বপশ্চিমকে বলেন, আটক শিক্ষকদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন