শ্যালকের হাতে দুলাভাই খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্যালক দুলাল হাওলাদারের (৪০) লাঠির আঘাতে দুলাভাই দেলোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মণা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত ফকের উদ্দিনের ছেলে এবং দুলাল মৃত. ইয়াকুব আলী হাওলাদারের ছেলে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে গ্রামের আ. রাজ্জাক হাওলাদারের বাড়ির সামনে মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে ঝাল-মুড়ি বিক্রি করতে আসা সেলিম মিয়ার কাছ থেকে দুলাল টাকা না দিয়েই একবার ঝাল মুড়ি খান। পরবর্তীতে আবারও বাকিতে ঝাল-মুড়ি চাইতে গেলে দোকানদারের সঙ্গে দুলালের ঝগড়া হয়।

এ সময় দুলালের বড় বোন শেফালীর জামাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝালমুড়ি বিক্রেতা ও দুলালের মধ্যে সমোঝোতার চেষ্টা করেন। কিন্তু দুলাল শান্ত না হয়ে উল্টো ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে ঝালমুড়ি বিক্রেতাকে আঘাত করেন। আঘাত ঠেকাতে গিয়ে দুলাভাই আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাদারীপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে দুলালকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন