দোহারে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং

দোহার (ঢাকা) প্রতিনিধি, মাহাবুবুর রহমান টিপু :

দোহার উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং চলছে।এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী দোহারে বিদ্যুৎ সরবরাহ ছিলো না।অপরদিকে সম্প্রতি দোহার পল্লী বিদ্যুৎ সমিতি “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্ধোধন করেছেন।
স্থানীয়দের সাথে আলাপকালে তারা অভিযোগ করেন,ফেব্রয়ারী মাস জুড়ে দোহারে দিনে ও রাতে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে।বিষয়টি নিয়ে দোহার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ কতৃপক্ষ জানান,লাইনে সমস্যা চলছে অথবা নবাবগঞ্জের সরবরাহ লাইনের ট্রান্সফরমার জ¦লে গেছে তার ক্রুটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।বিদ্যুতের লুকোচুরি খেলায় গতকাল মঙ্গলবার সকাল থেকে এ রিপোট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেন নাই দোহার পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা-১ পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.খুরশীদ আলম জানান,বৃষ্টির কারনে সকালে হাসনাবাদ গ্রীড থেকে নবাবগঞ্জের সরবরাহ লাইনের ট্রান্সফরমার জ¦লে যাওয়ায় এ সমস্যার সৃষ্ঠি হয়েছে।যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আপনি আরও পড়তে পারেন