মেয়র প্রার্থীকে নিয়ে নওফেল-নাছিরের বৈঠক

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে বৈঠক করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নগরের কে সি দে সড়কে রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, রাত সাড়ে ৯টা থেকে প্রায় ৪০ মিনিট একান্তে আলাপ করেন তিন নেতা।

এ ব্যাপারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচন নিয়ে পরিকল্পনা এবং সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ভোটের প্রচারণায় নামানো সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রেজাউল করিম চৌধুরী বলেন, চসিক নির্বাচনে নগর আওয়ামী লীগের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। সবার মেয়র হওয়ার মতো যোগ্যতা আছে। কিন্তু নেত্রী আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমি শেখ হাসিনার প্রতিনিধি। অর্থবিত্তের প্রতি আমার লোভ নেই।

তিনি বলেন, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। মেয়র নির্বাচিত হলে উন্নয়নের এই ধারা আমি ধরে রাখতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আপনি আরও পড়তে পারেন