বাংলাদেশে আরও আক্রান্ত পেলেও অবাক হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা!

বাংলাদেশ করোনাভাইরাস মোকাবেলায় একেবারে প্রাথমিকস্তরে আছে। এখন অত্যন্ত দ্রুত পরবর্তী ধাপে যেতে হবে’

ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারদান জাং রানা বলেছেন, বাংলাদেশে সামনে আরো নতুন করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেলে অবাক হবার কিছু থাকবে না।

সোমবার (৯ মার্চ) বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ করোনাভাইরাস মোকাবেলায় একেবারে প্রাথমিকস্তরে আছে। এখন অত্যন্ত দ্রুত পরবর্তী ধাপে যেতে হবে। যেখানে সবচেয়ে গূরুত্বপূর্ণ সংস্পর্শজনিত ব্যাপার।”

আক্রান্ত কাউকে পেলেই সে যেন অন্য কারো সংস্পর্শে না আসে সেটা নিশ্চিত করার কথা বলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও মনে করিয়ে দেন বারদান জাং রানা।

আপনি আরও পড়তে পারেন