সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংর্ঘর্ষে নিহত ১, আহত ১০

সিরাজগঞ্জ সদরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গ্রামীণ ট্রাভেলসের চালক আব্দুর সবুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে লেন ক্রস করে পাশের লেনে ঢুকে পড়লে পাবনা থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন।

আহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হলে গ্রামীণ ট্রাভেলসের চালক আব্দুস সবুরের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করা হলেও স্টাফরা পালিয়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন