করোনা প্রতিরোধে ঢাবির জিয়া হলে হ্যান্ডওয়াশ ও ন্যাপকিন বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে হ্যান্ডওয়াশ, ন্যাপকিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকতে একটি লিফলেট প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব সামগ্রী বিতরণ করা হয়।

হলের স্নাতকোত্তর শ্রেণির আবাসিক শিক্ষার্থী ইমরান খান পূর্বপশ্চিমকে বলেন, করোনা সংকটের মধ্যে প্রাধ্যক্ষ স্যার আমাদের কথা মনে রেখে ও নিরাপত্তার কথা ভেবে হ্যান্ডওয়াস, ন্যাপকিন ও নির্দেশিকা পাঠিয়েছেন। হলের অভিভাবকের এ উদ্যোগটি আমার কাছে ভালো লেগেছে। এ জিনিসগুলো শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে স্মারক হিসেবেও কাজ করবে বলে মনে করি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান পূর্বপশ্চিমকে বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সর্বোচ্চ সতেচন থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তার অংশ হিসাবে এগুলো বিতরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন