জাপানে করোনাভাইরাসে আক্রান্ত ১৪২৩

সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৩২টি দেশ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮১০ জন। তার মধ্যে জাপানে ১ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে পশ্চিমাঞ্চলীয় নাগাসাকিতে করোনায় প্রথম কারও করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে জাপানে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৬৯৭ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত জাপানে ২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে সাতজন ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী।

বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫ হাজার ৪২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৩৮। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ১৬৯ জন।

আপনি আরও পড়তে পারেন