ফেসবুকে করোনা নিয়ে আতঙ্ক ছড়ানোয় প্রকৌশলী আটক

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। তার নাম এ বি এম রেজা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, প্রকৌশলী এ বি এম রেজা তার ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে শুক্রবার একটি পোস্ট করেন। কিন্তু শত জানার চেষ্টা করেও করোনা আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি। তার ওই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, আটক রেজার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনি আরও পড়তে পারেন