‘শব্দযন্ত্র’ নিয়ে টয়লেটে মেয়র, হঠাৎ অযাচিত শব্দ সভাকক্ষে

আমেরিকার গণমান্য ব্যক্তিদের নিয়ে জরুরি সভা চলছিল। করোনাভাইরাস নিয়েই এ সভার আয়োজন। সভা চলাকালে এক মেয়র তার ‘শব্দযন্ত্র’ বা ছোট মাইকটি নিয়েই টয়লেটে যান। টয়েলেটে যাওয়ার পরও যন্ত্রটি সচল ছিল। যার কারণে তার পয়ঃ প্রক্রিয়া সম্পন্নকালের অযাচিত শব্দ সভাকক্ষে প্রতিধ্বনিত হয়।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আমেরিকায় করোনাভাইরাস সম্পর্কিত এক আলোচনা সভা চলছিল। রিচেল জনরো নামের এক জন সভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মেয়র হঠাৎ সভা ছেড়ে টয়লেটের উদ্দেশ্যে যান। কিন্তু ভুল করে নিয়ে যান শব্দযন্ত্রটি। আর এই ভুলই হলো তার কাল। টয়লেটে পয়ঃ প্রক্রিয়া সম্পন্নের সময় ভেতরের সব শব্দ সভাকক্ষের সাউন্ডবক্সে প্রতিধ্বনিত হতে থাকে। এ সময় বেশ কয়েকবার বায়ু ছাড়ার শব্দে সভা সঞ্চালনায় বিঘ্ন ঘটে। বিব্রত হন সবাই। তারপরেও সভাকক্ষে হাসির রোল পড়ে যায় সে সময়।

ভিডিওটি মাসুম আমান নামের একজন তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এটি ৫৮ হাজারের বেশি বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ১৪ হাজারের বেশি; যা ভাইরাল।

ভিডিওটির কমেন্টে অনেকে লিখেছেন, ‘আমেরিকার মতো একটি জায়গার মেয়রের এমন কাণ্ড হাস্যকর’। অনেকে আবার লিখেছেন- বিষয়টি সবাইকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

আপনি আরও পড়তে পারেন