ওই পুলিশকেই হোম কোয়ারেন্টানে যাওয়া দরকার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুন্সীগঞ্জে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের পোস্টার লাগানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তবে যথাযথ নিরাপদ দূরত্ব এবং মাক্স ব্যবহার না করে পুলিশ সংস্পর্শে যাচ্ছে। এতে আরও ঝুঁকি বাড়ছে।

রোববার (২২ মার্চ) সকালে শহরের শ্রীপল্লী আমেরিকা প্রবাসী অরুনের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে এ পোস্টার লাগানো হয়।

জনাব অরুন শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বাংলাদেশের অবতরণ করেন। পরে বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহরে তার নিজ বাসভবনে এসেই হোম কোয়ারেন্টানে যান। কিন্তু এই সময় অতিউৎসাহী পুলিশ কোয়ারেন্টানে থাকা এই প্রবাসীকে ডেকে ঘর থেকে বের করে আনেন। তখন এই প্রবাসীর মাক্স ছিল না।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিনের মাক্সও খোলা ছিল। ছবি তোলার জন্যই নাকি এটি করা হয়েছে বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।

মুন্সীগঞ্জের সিভিল সার্জান ডা. আবুল কালাম আজাদ জানান, যদি হোম কোয়ারেন্টানে থাকা কারও সংস্পশে কেউ চলেই যায়, তবে তাকেও হোম কোয়ারেন্টানে যাওয়া দরকার।

ওসি গাজী সালাউদ্দিন এই প্রসঙ্গে বলেন, তিনি না বুঝেই এটি করে ফেলেছেন।

আপনি আরও পড়তে পারেন