কীভাবে বুঝবেন কতদিন বাঁচবেন?

বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক এবং টিভি প্রেজেন্টার মাইকেল মোসলের দাবি, মানুষ চাইলে নিজের আয়ু পরিমাপ করতে পারে। মেডিকেল রিসার্চ কাউন্সিলকে উদ্ধৃত করে মোসলে কৌশলটির কথা জানিয়েছেন।

দ্য মেইল অন সানডেতে সম্প্রতি নিজের কলামে মোসলে লিখেছেন, ভবিষ্যৎ স্বাস্থ্য সম্পর্কে আভাস পেতে চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়াতে হবে।

তিনি জানান, ১৯৯৯ সালে গবেষকেরা ৫০ বছর বয়সী ২ হাজার ৭৬০ জন নারী-পুরুষের ওপর এভাবে পরীক্ষা চালান। ১৩ বছর পর গবেষকেরা মানুষগুলোর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করেন। ওই সময় তাদের শারীরিক সুস্থতা-অসুস্থতার সঙ্গে পরীক্ষার মিল পাওয়া যায়।

পরীক্ষায় দেখা যায় ৫০ বছর বয়সী যেসব ব্যক্তি চোখ বন্ধ করে এক পায়ে দুই সেকেন্ড দাঁড়াতে পেরেছেন তাদের মৃত্যুর সম্ভাবনা পরবর্তী ১৩ বছরে ১০ সেকেন্ড দাঁড়ানোদের থেকে তিনগুণ বেশি।

যেভাবে পরীক্ষাটি করবেন:

কারো হাতে স্টপওয়াচ দিয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিন। কোমরে হাত দিয়ে দুই চোখ বন্ধ করুন। এবার এক পা উঁচু করে দাঁড়ান।

নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে স্টপওয়াচ বন্ধ করতে হবে। এভাবে তিনবার দাঁড়িয়ে গড় হিসাব করুন। অর্থাৎ প্রতিবার যত সেকেন্ড করে দাঁড়িয়েছেন যোগ করে ৩ দিয়ে ভাগ করুন। যাদের বয়স ৪০ এর কোঠায় তাদের গড়ে ১৩ সেকেন্ড দাঁড়াতে পারার কথা। ৫০ বছরের কোঠায় যারা, তাদের দাঁড়ানোর কথা ৮ সেকেন্ড। এভাবে ষাটোর্ধদের আনুমানিক ৪ সেকেন্ড দাঁড়াতে পারার কথা। ৪০-এর কম যাদের বয়স কলামে তাদের কথা কিছু বলেননি মোসলে।

তিনি জানিয়েছেন, ধীরে ধীরে দাঁড়ানোয় বেশি নিয়ন্ত্রণ আনতে পারলে সুস্থতার সম্ভাবনাও ধীরে ধীরে বেড়ে যাবে।

আরও যেভাবে পরীক্ষা করতে পারেন:

সম্ভাব্য আয়ু এবং সুস্থতার পূর্বাভাস পাওয়ার আরও উপায় রয়েছে। ১৯৯৯ সালের ওই গবেষণায় যারা চেয়ারে হাতের সাহায্য ছাড়া এক মিনিটে ৩৬ বার বসতে-উঠতে সক্ষম হয়েছিলেন তারা পরবর্তী ১৩ বছরে ২৩ বার উঠতে-বসতে পারাদের চেয়ে দ্বিগুণ সময় বেঁচেছেন।

মোসলে বলছেন, এই পরীক্ষাগুলোয় নিজের অবস্থা নেতিবাচক আসলে দুশ্চিন্তা না করে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। দাঁড়ানোর ব্যাল্যান্স বাড়াতে ইয়োগার পরামর্শ দিয়েছেন তিনি।

মোসলে এক পায়ের ব্যাল্যান্স বাড়ানোর জন্য দাঁত ব্রাশ করার সময় প্রতি পায়ে ৩০ সেকেন্ড করে ভর দিয়ে অনুশীলন করার পরামর্শ দিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন