দীপিকা-প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে সোশ্যাল মিডিয়া ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হোক, ফেসবুক পেজ কিংবা টুইটার, সবখানেই তাদের ভক্ত সংখ্যা অগণিত। সোশ্যাল হ্যান্ডেলেই লক্ষ লক্ষ ফলোয়ার তাদের। আর সেই অত্যাধিক ফলোয়ারের জন্যই এবার মুম্বাই পুলিশের নজরে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ‘খুব শিগগিরিই তাদের পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে বলে শোনা যাচ্ছে। এরইমধ্যে দুই অভিনেত্রীর কাছে নোটিশ গেছে বলে জানা যায়।’

পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ আনছে এই দুই অভিনেত্রী নাকি টাকা দিয়ে ফেক অ্যাকাউন্ট পুষছেন, শুধুমাত্রই অনুরাগী বাড়ানোর লক্ষ্যে। যদিও তাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশের হাতে কোনো প্রমাণ নেই। তবে এই সব ক’টি অ্যাকাউন্টই যে পেইড অর্থাৎ এগুলোর পেছনে কেউ টাকা ঢালছেন, তার নাকি হাতে প্রমাণ রয়েছে পুলিশের কাছে। আর সেই প্রমাণের কারণেই নাকি প্রিয়াঙ্কা ও দীপিকাকে হাজিরা দিতে হতে পারে থানায়।

মুম্বাইয়ের যুগ্ম-পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় যারা ফেক অ্যাকাউন্ট দেখাশুনা করেন তাদের ৫৪টি কোম্পানি খুঁজে পেয়েছে পুলিশ। সোশ্যাল দুনিয়ায় এই ফেক আইডি চালানো ফার্মগুলোর কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।’

আপনি আরও পড়তে পারেন